Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বিশেষ ঘোষনা: এতদ্বারা বারঘরিয়া ইউনিয়নের অধিবাসীদের জানানো যাচ্ছে যে, সদ্য জন্মগ্রহণকৃত ০ থেকে ৪৫ দিন ও ১বছর বয়সের শিশুর নিবন্ধন করা হয়নি তাদের যতদ্রুত সম্ভব নিবন্ধন করুন । মৃতব্যক্তির মৃত্যুর ০ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধন সম্পন্ন করে আপনার আইনি দায়িত্ব পালন করবেন উল্লেখ্য যে, ০ থেকে ৪৫ দিনের শিশুর জন্মনিবন্ধন করতে পিতা মাতার জন্মনিবন্ধন লাগবে না।  এ বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য নিজনিজ ওয়ার্ডের গ্রামপুলিশদের সাথে যোগাযোগ করুন। বি:দ্র: যদি কোন ব্যক্তি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য গ্রামপুলিশদের প্রদান না করে তবে জন্ম ও মৃত্যু আইন-২০১৩ মোতাবেক ৫০০০/- টাকা অথবা ১ বছর কারাদণ্ড দেয়া হতে পারে০-১ বছরের নিবন্ধনের জন্য ফোনে +8809696474345 অথবা https://m.me/Baragharia.UP ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন।


প্রখ্যাত ব্যক্তিত্ব

 

বিখ্যাত ব্যক্তি (ক্রীড়া, সংস্কৃতি, লেখক, অভিনেতা, উচ্চপদস্থ কর্মকর্তা)

 

◊   এ.টি. এম ফজলে কবির (শিবলী)

 সাবেক বিচারপতি, সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও চেয়ারম্যান,     আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বর্তমান সদস্য, আইন     কমিশন, বাংলাদেশ।

◊ মোঃ মনিরুজ্জামান মিঞা, প্রাক্তন ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

◊ ডাঃ সাহাবুদ্দিন আহমেদ, কর্নেল (অবঃ), বাংলাদেশ সেনাবাহিনী

◊ ড. শহীদ সারওয়ার আলো, কবি, কথা সাহিত্যিক ও গবেষক

◊ আলহাজ্ব আমানুল্লাহ আল-মাহমুদ, প্রকল্প পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) অবঃ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

◊ কৃষিবিদ মোঃ রেজাউল হক, জেনারেল ম্যানেজার, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি।

◊ মোঃ সিরাজুল ইসলাম, বেতার শিল্পী (অবঃ), রাজশাহী বেতার

◊ রতিকান্ত পাল (ঝড়ু পাল), চিত্রশিল্পী

◊ আনিফ রুবেদ, কবি ও গল্পকার, পিতা- মৃত. হাবিবুর রহমান (মাস্টার)

গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত অন্যান্য অফিসার (যদি থাকে)

:

◊ ড. মাযহারুল ইসলাম তরু, অধ্যাপক ও গবেষক

    প্রফেসর ও বিভাগীয় প্রধান (বাংলা),

    নবাবগঞ্জ সরকারি কলেজ

◊ এ্যাডঃ আবু নজর হোসেন খান

    রাজনীতিক ও আইনজীবী, জর্জ কোর্ট, চাঁপাইনবাবগঞ্জ