শিরোনাম
জেলা প্রশাসক জনাব মো. আব্দুস সামাদ মহোদয় বারঘরিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন
বিস্তারিত
আজ, ৬ মার্চ ২০২৫ খ্রি., চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো. আব্দুস সামাদ মহোদয় বারঘরিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি উন্নয়নমূলক প্রকল্প, নাগরিক সেবা, ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং স্থানীয় সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আমরা বারঘরিয়া ইউনিয়নবাসী জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ
জানাই এবং তাঁর দিকনির্দেশনায় ইউনিয়নের উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।
