Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বিশেষ ঘোষনা: এতদ্বারা বারঘরিয়া ইউনিয়নের অধিবাসীদের জানানো যাচ্ছে যে, সদ্য জন্মগ্রহণকৃত ০ থেকে ৪৫ দিন ও ১বছর বয়সের শিশুর নিবন্ধন করা হয়নি তাদের যতদ্রুত সম্ভব নিবন্ধন করুন । মৃতব্যক্তির মৃত্যুর ০ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধন সম্পন্ন করে আপনার আইনি দায়িত্ব পালন করবেন উল্লেখ্য যে, ০ থেকে ৪৫ দিনের শিশুর জন্মনিবন্ধন করতে পিতা মাতার জন্মনিবন্ধন লাগবে না।  এ বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য নিজনিজ ওয়ার্ডের গ্রামপুলিশদের সাথে যোগাযোগ করুন। বি:দ্র: যদি কোন ব্যক্তি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য গ্রামপুলিশদের প্রদান না করে তবে জন্ম ও মৃত্যু আইন-২০১৩ মোতাবেক ৫০০০/- টাকা অথবা ১ বছর কারাদণ্ড দেয়া হতে পারে০-১ বছরের নিবন্ধনের জন্য ফোনে +8809696474345 অথবা https://m.me/Baragharia.UP ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন।


শিরোনাম
বারঘরিয়া ইউনিয়নে সামাজিক সম্প্রীতি বিশেষ সভার আয়োজন করা হয়
বিস্তারিত

বারঘরিয়া ইউনিয়নে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে সামাজিক সম্প্রীতির সভার আয়োজন করা হয়। চেয়ারম্যান জনাব মো. হারুন-অর-রশিদ দৃষ্টি আকর্ষণ করে জানান যে, গত ২৮ জানুয়ারি ২০২৩ খ্রি. রোজ শনিবার বারঘরিয়া নতুন বাজার দূর্গা ও রাধাগোবিন্দ মন্দির হতে সরস্বতী বিসর্জনের সময় লাবিদ ছাত্রবাসে অবস্থানরত ছাত্র ও স্থানীয় হিন্দু ধর্মীয় অনুসারীদের সাথে উচ্চ স্বরে গান বাজানো বন্ধ করাকে কেন্দ্র করে ছাত্রদের সাথে কথা কাটাকাটি হয় ও এক পর্যায়ে স্থানীয় উত্তেজনার সৃষ্টি হয়। যা এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি। লক্ষ্য রাখতে হবে যে এমন ঘটনা দ্বিতীয় বার যেন না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকরতে হবে। পরবর্তীতে, উপজেলা সামাজিক-সম্প্রীতির বিশেষ সভার কার্যবিবরণী উল্লেখযোগ্য অংশ পড়ে শোনানো হয়।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/02/2023
আর্কাইভ তারিখ
30/06/2023