Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বিশেষ ঘোষনা: এতদ্বারা বারঘরিয়া ইউনিয়নের অধিবাসীদের জানানো যাচ্ছে যে, সদ্য জন্মগ্রহণকৃত ০ থেকে ৪৫ দিন ও ১বছর বয়সের শিশুর নিবন্ধন করা হয়নি তাদের যতদ্রুত সম্ভব নিবন্ধন করুন । মৃতব্যক্তির মৃত্যুর ০ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধন সম্পন্ন করে আপনার আইনি দায়িত্ব পালন করবেন উল্লেখ্য যে, ০ থেকে ৪৫ দিনের শিশুর জন্মনিবন্ধন করতে পিতা মাতার জন্মনিবন্ধন লাগবে না।  এ বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য নিজনিজ ওয়ার্ডের গ্রামপুলিশদের সাথে যোগাযোগ করুন। বি:দ্র: যদি কোন ব্যক্তি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য গ্রামপুলিশদের প্রদান না করে তবে জন্ম ও মৃত্যু আইন-২০১৩ মোতাবেক ৫০০০/- টাকা অথবা ১ বছর কারাদণ্ড দেয়া হতে পারে০-১ বছরের নিবন্ধনের জন্য ফোনে +8809696474345 অথবা https://m.me/Baragharia.UP ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন।


শিরোনাম
বারঘরিয়া ইউনিয়ন পরিষদ এলাকার ডেঙ্গু নিধন ও বিশেষ পরিষ্কার পরিছন্নতা অভিযান
বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদ এলাকার ডেঙ্গু নিধন ও বিশেষ পরিষ্কার পরিছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। সোমবার সকালে পরিষদ চত্তোর এলাকায় এই অভিযান চালানো হয়। বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান জনাব মো. হারুন-অর-রশিদ। এ সময় রহনপুর ইউপি সচিব মো. মুখলেসুর রহমান, ইউপি  হিসাব সহকারী মো. আল আমীন, ইউপি সদস্য তাসিকুল ইসলাম, মো. আব্দুল মালেক, সবর আলী, মো. সেমাজুল ইসলাম, মো. আফজাল হোসেন, দফাদার মো. আহাদ, সকল মহল্লাদারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে পর্যায়ক্রমে বারঘরিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রমে চালানো হবে ।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/11/2022
আর্কাইভ তারিখ
31/01/2023