Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বিশেষ ঘোষনা: এতদ্বারা বারঘরিয়া ইউনিয়নের অধিবাসীদের জানানো যাচ্ছে যে, সদ্য জন্মগ্রহণকৃত ০ থেকে ৪৫ দিন ও ১বছর বয়সের শিশুর নিবন্ধন করা হয়নি তাদের যতদ্রুত সম্ভব নিবন্ধন করুন । মৃতব্যক্তির মৃত্যুর ০ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধন সম্পন্ন করে আপনার আইনি দায়িত্ব পালন করবেন উল্লেখ্য যে, ০ থেকে ৪৫ দিনের শিশুর জন্মনিবন্ধন করতে পিতা-মাতার জন্মনিবন্ধন বাধ্যতামূলক।  এ বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য নিজনিজ ওয়ার্ডের মহল্লাদারদের সাথে যোগাযোগ করুন। বি:দ্র: যদি কোন ব্যক্তি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য মহল্লাদারদের প্রদান না করে তবে জন্ম ও মৃত্যু আইন-২০১৩ মোতাবেক ৫০০০/- টাকা অথবা ১ বছর কারাদণ্ড দেয়া হতে পারে০-১ বছরের নিবন্ধনের জন্য ফোনে +8809696474345 অথবা https://m.me/Baragharia.UP ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন।


Title
চামাগ্রাম কমিউনিটি ক্লিনিক
Hospital / Clinic Address

চামাগ্রাম কমিউনিটি ক্লিনিক, বারঘরিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর,চাঁপাইনবাবগঞ্জ




ছবি শিরোনাম পদবি অফিস শাখা ই-মেইল মোবাইল নং ফোন (অফিস) ব্যাচ (বিসিএস)
মোসা: রুপসানা খাতুন
কমিউনিটি হেলথ প্রভাইডার চামাগ্রাম কমিউনিটি ক্লিনিক

01745255175

-


List of Services

খ। পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা)ঃ

১. পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান।

২. খাবার বড়ি।

৩. জন্মনিরোধক ইনজেকশন।

৪. আইইউডি/কপারটি।

৫. ইমপ্লান্ট।

৬. ভ্যাসেকটমী।

৭. এনএসবি(পুরুষদের স্থায়ী পদ্ধতি।

৮. লাইগেশন/টিউবেকটমী (মহিলাদের স্থায়ী পদ্ধতি)।

৯. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া জটিলতার সেবা।         

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

 

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্যাটেলাইট ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

৫-৮ ক্র:নং- এর সেবা এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার কল্যাণ পরিদর্শিকা,

গ। সরকার নির্ধারিত মূল্য সাপেক্ষে পরিবার পরিকল্পনা সেবাঃ

১. ইসিপি- ০৮ টাকা প্রতি ডোজ।

২. কনডম প্রতি ডজন ১.২০ টাকা (এক টাকা বিশ পয়সা)

 

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্যাটেলাইট ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

ঘ। পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নবর্ণিত সুবিধা দিয়ে থাকেঃ

১. আইইউডি/ কপারটি গ্রহীতার ক্ষেত্রে পদ্ধতি গ্রহনের সময় ১৫০/= টাকা (৩টি ফলোআপের জন্য ৮০+৮০+৮০) টাকা রেফারকারী পাবে ৫০/= টাকা।

২. ইমপ্লান্টের ক্ষেত্রে পদ্ধতি গ্রহনের সময় ১৫০/= টাকা (৩টি ফলোআপের জন্য ৭০+৭০+৭০) টাকা রেফারকারী পাবে ৬০/= টাকা।

৩. স্থায়ী পদ্ধতি পুরষের ক্ষেত্রে ২০০০/= টাকা ও একটি লুঙ্গি এবং রেফারকারীর জন্য ৩০০/= টাকা। ৪. স্থায়ী পদ্ধতি মহিলাদের ক্ষেত্রে ২০০০/= টাকা ও একটি শাড়ি এবং রেফারকারীর জন্য ৩০০/= টাকা

এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্।

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

স্যাটেলাইট ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

ক্লায়েন্টের বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী