Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বিশেষ ঘোষনা: এতদ্বারা বারঘরিয়া ইউনিয়নের অধিবাসীদের জানানো যাচ্ছে যে, সদ্য জন্মগ্রহণকৃত ০ থেকে ৪৫ দিন ও ১বছর বয়সের শিশুর নিবন্ধন করা হয়নি তাদের যতদ্রুত সম্ভব নিবন্ধন করুন । মৃতব্যক্তির মৃত্যুর ০ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধন সম্পন্ন করে আপনার আইনি দায়িত্ব পালন করবেন উল্লেখ্য যে, ০ থেকে ৪৫ দিনের শিশুর জন্মনিবন্ধন করতে পিতা-মাতার জন্মনিবন্ধন বাধ্যতামূলক।  এ বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য নিজনিজ ওয়ার্ডের মহল্লাদারদের সাথে যোগাযোগ করুন। বি:দ্র: যদি কোন ব্যক্তি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য মহল্লাদারদের প্রদান না করে তবে জন্ম ও মৃত্যু আইন-২০১৩ মোতাবেক ৫০০০/- টাকা অথবা ১ বছর কারাদণ্ড দেয়া হতে পারে০-১ বছরের নিবন্ধনের জন্য ফোনে +8809696474345 অথবা https://m.me/Baragharia.UP ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন।


Service List

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৪নং বারঘরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়

বারঘরিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ

baroghoriaup.chapainawabganj.gov.bd


কৃষি বিষয়ক সেবার তালিকাঃ

১।সকল শ্রেণির কৃষক/উদ্যোক্তাগণকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান।

২।প্রকল্প/ রাজস্ব কার্যক্রমের আওতায় প্রযুক্তি ভিত্তিক প্রদর্শনী স্থাপন।

৩।কৃষি উৎপাদন পরিকল্পনা প্রণয়ন।

৪।প্রকল্প ভিত্তিক কৃষক প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের সচেতনতা বৃদ্ধিকরণ।

৫।ফসল উৎপাদন পরিকল্পনা প্রণয়ন।

৬।উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি জন্ত্রপাতি বিতরণ।

৭।উদ্যান নার্সারি রেজিষ্ট্রেশন।

৮। বালাইনাশক রেজিষ্ট্রেশন, ডিলার নিবন্ধন ও নবায়ন।

৯।সার ডিলারশীপ নবায়ন।

১০।অনলাইন সার সুপারিশ প্রদান।

১১। কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন।

১২। এ্যাপস এবং মোবাইল এর মাধ্যমে কৃষি সেবা প্রদান।

১৩।কৃষি আবহাওয়া ও আগাম সতর্কীকরণ এবং পূর্বাভাস প্রদান।

১৪।কৃষি বিষয়ক উৎপাদন প্রযুক্তি, সার ও সেচ ব্যবস্থাপনা।

১৫।কৃষি জমির মাটি পরীক্ষা ও সার সুপারিশ।

১৬। ফসলের ক্ষতিকর রোগ পোকা সনাক্তকরণ ও সমাধান।

১৭।ভেজাল সার, বালাইনাশক ও পিজিআর বাজার মনিটরিং এবং মান নিয়ন্ত্রণ।

১৮। দেশি বিদেশি ফলের উন্নত জাতের মান সম্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ।

১৯। সরকারি ধান, চাল, গম ও আলু সংগ্রহে সহায়তা প্রদান।

২০। কৃষি পন্য আমদানি ও রপ্তানিতে সংগনিরোধ কার্যক্রম পরিচালনা করা।

২১। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন( ডিপ্লোমা কৃষিবিদ)।

২২।বাজার সংযোগ স্থাপন।

২৩।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও ফসলহানির প্রতিবেদন।

২৪। শস্য কর্তন ও ফলন নিরুপনে পরিসংখ্যান বিভাগের সাথে সমন্নয় সাধন।

২৫।গবেষণাগার ও আন্তঃ মন্ত্রণালয় সংস্থার সাথে সমন্নয় সাধন।

২৬। বিভাগীয় কার্যক্রমের প্রতিবেদন তৈরি ও প্রেরন।