Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বিশেষ ঘোষনা: এতদ্বারা বারঘরিয়া ইউনিয়নের অধিবাসীদের জানানো যাচ্ছে যে, সদ্য জন্মগ্রহণকৃত ০ থেকে ৪৫ দিন ও ১বছর বয়সের শিশুর নিবন্ধন করা হয়নি তাদের যতদ্রুত সম্ভব নিবন্ধন করুন । মৃতব্যক্তির মৃত্যুর ০ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধন সম্পন্ন করে আপনার আইনি দায়িত্ব পালন করবেন উল্লেখ্য যে, ০ থেকে ৪৫ দিনের শিশুর জন্মনিবন্ধন করতে পিতা-মাতার জন্মনিবন্ধন বাধ্যতামূলক।  এ বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য নিজনিজ ওয়ার্ডের মহল্লাদারদের সাথে যোগাযোগ করুন। বি:দ্র: যদি কোন ব্যক্তি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য মহল্লাদারদের প্রদান না করে তবে জন্ম ও মৃত্যু আইন-২০১৩ মোতাবেক ৫০০০/- টাকা অথবা ১ বছর কারাদণ্ড দেয়া হতে পারে০-১ বছরের নিবন্ধনের জন্য ফোনে +8809696474345 অথবা https://m.me/Baragharia.UP ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন।


Title
বারঘরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র (এফডাব্লিউসি)
Hospital / Clinic Address

বারঘরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র (এফডাব্লিউসি), বারঘরিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর,চাঁপাইনবাবগঞ্জ



ছবি শিরোনাম পদবি অফিস শাখা ই-মেইল মোবাইল নং ফোন (অফিস) ব্যাচ (বিসিএস)
ডা. কবির
উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার
বারঘরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র (এফডাব্লিউসি)

০১৭৩৩০০৫০১৮

-
List of Services

কি সেবা কিভাবে পাবেন

সেবার ধরণ

সেবা প্রাপ্তির স্থান

সেবা প্রদানকারী

সেবা প্রদানের সময়সীমা

ক। মা ও শিশুসেবা(বিনামূল্যেপ্রদত্তসেবা)ঃ

১। গর্ভবতী সেবা।

২. প্রসব সেবা।

৩. গর্ভোত্তর সেবা।

৪. এম আর সেবা।

৫. নবজাতকের সেবা।

৬. ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা।

৭. প্রজননতন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা।

৮. ইপিআই সেবা।

৮. ভিটামিন এ ক্যাপসুল বিতরণ। মিসোপ্রেস্টাল টেবলেট বিতরণ।

এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্।

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

স্যাটেলাই ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী