৪ নং বরঘরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ ২০২৫ সালের স্থানীয় সরকার দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে এবং ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হারুন-অর-রশিদ। তিনি বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম। আমাদের ইউনিয়নের উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করছি, ভবিষ্যতেও জনগণের কল্যাণে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো. হাসান হাফিজুর রহমান ইউনিয়নের উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “গত এক বছরে আমাদের ইউনিয়নে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে জনগণের সেবাপ্রাপ্তি সহজতর করা হয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলী। তিনি স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব নিয়ে বলেন, “গ্রামীণ উন্নয়ন এবং জনগণের ক্ষমতায়নে স্থানীয় সরকারের ভূমিকা অপরিসীম। শক্তিশালী ও স্বচ্ছ স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।” তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় সরকার ব্যবস্থার আরো কার্যকর বাস্তবায়নে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ মোহাম্মদ আব্দুল্লাহ, তাসিকুল ইসলাম, মো. আব্দুল মালেক, মো. সবুজ মিঞা, মো. নাসিম আলী, মোসা. সুলেখা বেগম, মোসা. নাসরিন বেগম পপি এবং ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব মো. আল আমীন উপস্থিত ছিলেন। তারা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের চিত্র প্রদর্শনী এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS