স্বাস্থ্য বিভাগ কর্মচারী:
১। ইপি আই এক্ষে মোট ৮টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় শিশুদের যাদের বয়স ১.৫ মাস থেকে ১ বছরের মধ্যে টিকাগুলি নিম্নরুপ:
১। পোলিও, ২। যক্ষা, ৩। ডিপথেরিয়া, ৪। টিটেনাস, ৫। পাটুলিস, ৬। জনডিস, ৭। নিওমোনিয়া, ৮। হাম।
২। যক্ষা ও কুষ্ঠ : ৩। আসোনিককসিস, ৪। ডায়রিয়া, ৫। ফাইলেরিয়া, ৬। কৃমি, ৭। ভিটামিন এ ৮। এন আই ডি, ৯। পারালাইসিস, ১০। হাম, ১১। স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি।
এছাড়া স্বাস্থ্য বিভাগীয় প্রতিটি বিষয়ে আমাদের স্বাস্থ্য সহকারীগন বারঘরিয়া ইউপির সাবেক ৩টি ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন। চামাগ্রাম কমিউনিটি ক্লিনিক ও দেওয়ানপাড়া কমিউনিটি ক্লিনিকে ১জন করে স্বাস্থ্য সহকারী মানুষের মাঝে সেবা দিচ্ছে।যা মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
টিকা দেওযার বার: সমবার ও বৃহস্পতিবার
প্রতিটি সাবেক ওয়ার্ডে ৮টি টিকা কেন্দ্র রয়েছে। সাবেক ৩টি ওয়ার্ডে মোট ২৪টি টিকা কেন্দ্র রযেছে।স্বাস্থ্য সহকারীগন সরকারী ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে ২.৩০ মি পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে মানষের মাঝে স্বাস্থ্যে সেবা দিয়ে থাকেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS